Ajker Patrika

ঈদের ছুটিতে রাঙামাটি, খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক

রাঙামাটি, খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২২, ১২: ৫২
ঈদের ছুটিতে রাঙামাটি, খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক

ঈদের ছুটিতে রাঙামাটি, খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটকদের উপস্থিতি বাড়ায় পর্যটনকেন্দ্রগুলোর আয়ও বেড়েছে।

রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণ, শুভলং ঝরনা—সবখানেই ছিল পর্যটকদের পদচারণায় মুখরিত। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদের পার্কেও ভিড় ছিল তুলনামূলক বেশি। 

রাঙামাটি পর্যটন ঘাটের বোট ইজারাদার মো. রমজান বলেন, ‘দুই বছর পর এবার আমরা পর্যটকদের নিয়ে নৌভ্রমণে বের হতে পেরেছি। এতে বোটের মালিক, চালকদের কিছু আয় হয়েছে, যা বিগত দুই বছরে একেবারে শূন্য আয় ছিল।’ 

রিজার্ভ বাজারে অবস্থিত বেসরকারি আবাসিক হোটেল মতি মহলের পরিচালক মো. শফিউল আজম জানান, এবারের ঈদের ছুটিতে প্রচুর পর্যটক এসেছে রাঙামাটিতে। এতে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল মানুষের কম-বেশি আয় হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে রাঙামাটির পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে। 

ঈদের ছুটিতে রাঙামাটিতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরাএ বিষয়ে পর্যটন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমাদের হোটেলের ৮০ ভাগ কক্ষ ভাড়া হয়েছে। এই কয়েক দিনে শুধু ঝুলন্ত সেতু পরিদর্শন করেছেন প্রায় ৪ হাজার পর্যটক। বিগত দুই বছরের তুলনায় এবারই প্রথম একসঙ্গে এত পর্যটক এল রাঙামাটিতে। 

রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এবারের ঈদে পর্যটকেরা মনের আনন্দ নিয়ে রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরেছে। 

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা জানান, প্রতিদিন অন্তত ৩ হাজার পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে। দীর্ঘদিন পর পর্যটক সমাগম বাড়ায় পর্যটনকেন্দ্রের আয়ও বেড়েছে। 

খাগড়াছড়ির আলুটিলা পার্কে বেড়াতে আসা স্থানীয় পর্যটক রিতু এশা, রাজীব ও শিশির মোর্শেদ বলেন, দীর্ঘদিন পর পরিবারের সবাই মিলে পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে ভালো লাগছে। 

খাগড়াছড়ি জেলার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের হোটেলের ৫০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে।’ 

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আবদুল আজিজ জানান, পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ। নিরাপত্তার কোনো সংকট নেই। আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরনাসহ পর্যটনকেন্দ্রগুলোতে জেলা পুলিশের ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত