Ajker Patrika

ইয়াবা উদ্ধারের মামলায় কর্ণফুলীর ২ যুবকের যাবজ্জীবন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ইয়াবা উদ্ধারের মামলায় কর্ণফুলীর ২ যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই বছর আগে মাদকের বড় ডিলার হতে গিয়ে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর উজির খান চৌধুরী বাড়ির মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. রুবেল হোসেন (৩০)।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২ লাখ ৪ হাজার ৯০০ ইয়াবা উদ্ধারের মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজম উদ্দিন চৌধুরী ও রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ভোরে র‍্যাবের একটি দল কর্ণফুলীর শাহমীরপুর বাদামতলা এলাকার উজির খান চৌধুরীর বাড়ির একটি টিনশেড গুদাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশে একটি গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবা এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব তখন জানিয়েছিল, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সাগর পথে মিয়ানমার থেকে সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা করে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৩ সালের ১২ জুলাই বিচারকাজ শুরু হয়ে গতকাল রায় হয়। অস্ত্র মামলাটি পৃথক আদালতে বিচারাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত