Ajker Patrika

কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্বে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দু’চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। 

মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন মামুন ও ৫ নম্বর চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সলিম উল্যাহ টেলু। তারা দু’জনই ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। ৮ ইউনিয়নে ৬ জন সাধারণ সদস্য প্রার্থীর ৪ জনের ঋণ খেলাপির দায়ে এবং দু’জনের ২৫ বছর পূর্ণ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া সাধারণ সদস্যরা হচ্ছে, ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নবী, ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলাম, ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইসহাক, ৬ নম্বর রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামজাদা হাবীব আনোয়ার এবং ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন। 

কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৩ জন, সংরক্ষিত নারী মেম্বার ৮৬ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত