Ajker Patrika

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, চবির নিরাপত্তাপ্রধান বরখাস্ত

চবি সংবাদদাতা
মোহাম্মদ গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত
মোহাম্মদ গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

ঘুষ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তাপ্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেনের একটি ভিডিও আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তাঁকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে ড. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ লেনদেন করেছে এটি আমরা প্রাথমিকভাবে দেখেছি। আমরা তাকে বরখাস্ত করেছি এবং প্রাথমিকভাবে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর রেজাউল আজিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ফ্যাক্টস ফাইন্ডিং করে প্রতিবেদন জমা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।’

২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাপ্রধান গোলাম কিবরিয়া এক ব্যক্তির সঙ্গে একটি ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা নেওয়ার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর-কষাকষি করেন।

জানা যায়, ‘জেরিন গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন তিনি। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাঁকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে মোহাম্মদ গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত