রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পূর্বের হামলার ঘটনায় মামলা করায় জাহেদুল ইসলাম আরিফ নামের এক সাংবাদিকের ওপর ফের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জাহেদুল ইসলাম আরিফ (২২) দৈনিক আজকের দর্পণ ও চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মহানগর নিউজের রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। মামলার প্রধান আসামি মো. রাশেদ (৩৫) পোমরা ইউনিয়নের রোসাইপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
জাহেদুল ইসলাম জানান, রাশেদ ও তাঁর সহযোগীরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদাবাজি করে এমন তথ্য পেয়ে তিনি সংবাদ সংগ্রহে মাঠে নামেন। এ কারণে, তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২৫ এপ্রিল বিকেলে পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে মারধর করেন মো. রাশেদ ও তাঁর সহযোগীরা। বিষয়টি তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে জানালে তাঁরা মামলার পরামর্শ দেন। পরে সেদিনই রাশেদকে প্রধান আসামি করে তাঁর সহযোগী আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন দায়ের করেন জাহেদুল ইসলাম। বাকি আসামিরা হলেন—একই এলাকার বাসিন্দা রানা (৩০), সফিক (৩৪), দিদার (২৬), জাহেদুল (২৯) ও ফাহিম (২৩)।
জাহেদুল ইসলাম বলেন, ‘মামলার দুই দিন পর থানা-পুলিশ শুধু ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুনেছি, অন্য আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট এলাকায় আমাকে ও আমার বড়ভাইকে ফের মারধর করে রাশেদ ও তাঁর সহযোগীরা। পরে ঘটনাস্থলে সংবাদকর্মী জাহেদ হাসান তালুকদার আসলে তাঁরা পালিয়ে যায়।’
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘আজকের ঘটনার বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পূর্বের হামলার ঘটনায় মামলা করায় জাহেদুল ইসলাম আরিফ নামের এক সাংবাদিকের ওপর ফের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জাহেদুল ইসলাম আরিফ (২২) দৈনিক আজকের দর্পণ ও চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মহানগর নিউজের রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। মামলার প্রধান আসামি মো. রাশেদ (৩৫) পোমরা ইউনিয়নের রোসাইপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
জাহেদুল ইসলাম জানান, রাশেদ ও তাঁর সহযোগীরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদাবাজি করে এমন তথ্য পেয়ে তিনি সংবাদ সংগ্রহে মাঠে নামেন। এ কারণে, তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২৫ এপ্রিল বিকেলে পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে মারধর করেন মো. রাশেদ ও তাঁর সহযোগীরা। বিষয়টি তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে জানালে তাঁরা মামলার পরামর্শ দেন। পরে সেদিনই রাশেদকে প্রধান আসামি করে তাঁর সহযোগী আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন দায়ের করেন জাহেদুল ইসলাম। বাকি আসামিরা হলেন—একই এলাকার বাসিন্দা রানা (৩০), সফিক (৩৪), দিদার (২৬), জাহেদুল (২৯) ও ফাহিম (২৩)।
জাহেদুল ইসলাম বলেন, ‘মামলার দুই দিন পর থানা-পুলিশ শুধু ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুনেছি, অন্য আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট এলাকায় আমাকে ও আমার বড়ভাইকে ফের মারধর করে রাশেদ ও তাঁর সহযোগীরা। পরে ঘটনাস্থলে সংবাদকর্মী জাহেদ হাসান তালুকদার আসলে তাঁরা পালিয়ে যায়।’
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘আজকের ঘটনার বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১২ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
২৬ মিনিট আগে