নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। সরেজমিন দুটি কেন্দ্রে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে। তবে সকালের দিকে কয়েকটি কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি ছিল।
বোয়ালখালীর উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২১০টি। এখানে ভোটার ২ হাজার ১০০ জন। যা ভোট দিয়েছেন, তাও সকালে। বেলা ১১টার দিকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা আর পুলিশ ছাড়া ভোটারদের দেখা মেলেনি।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ সারয়োতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৬৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯০৯ জন। দুপুর ১২টায় কোনো ভোটারের উপস্থিতি দেখা মেলেনি।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ এইচ এম সিরাজুল মুস্তাকিম বলেন, সকালের দিকে কিছু ভোটার ছিল। দুপুর ১২টা পর্যন্ত ২৬৬ জন ভোটার ভোট দিয়েছেন।
তবে কয়েকটি কেন্দ্রে সকালের দিকে ভোটারের উপস্থিতি দেখা গেছে। সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল। সকাল ৮টায় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারি অ্যান্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ভোটার থাকলেও বেলা যত গড়িয়েছে, ভোটারের উপস্থিতি তত কমেছে।
বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। সরেজমিন দুটি কেন্দ্রে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে। তবে সকালের দিকে কয়েকটি কেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি ছিল।
বোয়ালখালীর উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২১০টি। এখানে ভোটার ২ হাজার ১০০ জন। যা ভোট দিয়েছেন, তাও সকালে। বেলা ১১টার দিকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা আর পুলিশ ছাড়া ভোটারদের দেখা মেলেনি।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দক্ষিণ সারয়োতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৬৬টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯০৯ জন। দুপুর ১২টায় কোনো ভোটারের উপস্থিতি দেখা মেলেনি।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ এইচ এম সিরাজুল মুস্তাকিম বলেন, সকালের দিকে কিছু ভোটার ছিল। দুপুর ১২টা পর্যন্ত ২৬৬ জন ভোটার ভোট দিয়েছেন।
তবে কয়েকটি কেন্দ্রে সকালের দিকে ভোটারের উপস্থিতি দেখা গেছে। সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল। সকাল ৮টায় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারি অ্যান্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ভোটার থাকলেও বেলা যত গড়িয়েছে, ভোটারের উপস্থিতি তত কমেছে।
বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এছাড়া ৩ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২২ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৮ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে