Ajker Patrika

শতবর্ষেও ভোট দিতে চান নব্বই-ঊর্ধ্ব আবিদের নেছা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১১: ৪৫
শতবর্ষেও ভোট দিতে চান নব্বই-ঊর্ধ্ব আবিদের নেছা

কুমিল্লার বরুড়া উত্তর শীলমুড়ি ইউনিয়নে হুইল চেয়ারে বসে ছেলে ও পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা আবিদের নেছা। ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। তাঁর ইচ্ছে আগামী নির্বাচনে শতবর্ষে ভোট দেওয়ার।

আজ বৃহস্পতিবার সকালে তিনি শীলমুড়ি ইউনিয়নে সুলতানপুর ফয়জুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। সবার আগে ওই কেন্দ্রের প্রথম ভোট তিনি দিয়েছেন। আবিদের নেছার স্বামী এ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন। তিনি মারা যান প্রায় ৩০ বছর আগে।

ভোটার আইডি অনুযায়ী আবিদের নেছার জন্মতারিখ ২০ অক্টোবর ১৯২৭ সাল হলেও তিনি দাবি করেন, তাঁর বয়স শতবর্ষের বেশি হবে। তিনি বলেন, চলাফেরায় কিছু সমস্যা হলেও স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কথাও বলতে পারেন স্পষ্ট।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত