Ajker Patrika

টেকনাফে ৫ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ৫ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে গড়ে তোলা ৫ ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে টেকনাফের ৫ ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

নাজমুল হুদা জানান, টেকনাফের হোয়াইক্যংয়ের আবুল হাশেম মেম্বারের মালিকানাধীন এএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা, গিয়াস উদ্দিনের এসএমবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জুনাইদ আলীর এমআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা, আবদুল্লাহর এআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মীর কাশেমের এমকেবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

নাজমুল হুদা বলেন, অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা অংশ নেয়। এর আগে গত মঙ্গলবার চকরিয়ায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর ইটভাটায় অভিযান চালানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত