Ajker Patrika

লক্ষীছড়িবাসীর কর্মসংস্থানে বিদ্যানন্দের সহায়তায় সেনাবাহিনীর লুঙ্গি কারখানা

লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৬
লক্ষীছড়িবাসীর কর্মসংস্থানে বিদ্যানন্দের সহায়তায় সেনাবাহিনীর লুঙ্গি কারখানা

শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় একটি লুঙ্গি কারখানা স্থাপন করা হয়েছে। গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবং লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এ কারখানা স্থাপিত হলো। 

গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২১ লুঙ্গি কারখানাটি উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। লুঙ্গি কারখানাটি লক্ষীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার অনগ্রসর জনগণের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও সমতা অর্জনের সহায়তা করবে বলে প্রত্যাশা উদ্যোক্তা ও এলাকাবাসীর। 

কমান্ডার বলেন, দুর্গম পার্বত্য এলাকার অসহায় ও গরিব মানুষের উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে গুইমারা রিজিয়ন ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জিও গুইমারা রিজিয়নের আওতাধীন সব জোন কমান্ডার এবং অন্যান্য সামরিক কর্মকর্তা-কর্মচারী। 

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত