Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের চালান জব্দ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের চালান জব্দ 

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়। 

নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল। 

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত