Ajker Patrika

৫ লাখ টাকাসহ আটক ব্যক্তি আমার সমর্থক নন: ঈগলের প্রার্থী মোতালেব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯: ০৩
৫ লাখ টাকাসহ আটক ব্যক্তি আমার সমর্থক নন: ঈগলের প্রার্থী মোতালেব

চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মঈনুল জানান তিনি এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক। তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি। 

আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকার কাছে বিষয়টি অস্বীকার করেন এম এ মোতালেব। এর আগে, আজ দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। আর ওই টাকাগুলো ভোটারদের দেওয়ার জন্য বহন করছিলেন বলে জানান। 

এদিকে অভিযানের সময় হাতেনাতে টাকাসহ ধরা পরলে মঈনুল ইসলাম ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করেন। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, মঈনুল ইসলাম চৌধুরী নামে তাঁর কোনো সমর্থক নেই। আর ভোটারদের দেওয়ার জন্য টাকা বিতরণের কোনো প্রশ্নই আসে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত