Ajker Patrika

কেইপিজেড’র ভেতর থেকে হাতি সরাতে লিগ্যাল নোটিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

লোকালয় থেকে বন্য হাতি সরাতে লিগ্যাল নোটিশ দিয়েছেন চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী মো. নাজিম উদ্দিন। আজ বৃহস্পতিবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ষোলশহর এবং চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার কাছে এই নোটিশ পাঠানো হয়।

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পক্ষ থেকে নোটিশটি দেওয়া হয়েছে বলে নাজিম উদ্দিন জানিয়েছেন। নোটিশদাতা কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

নোটিশে বলা হয়েছে, ১৯৯৯ সালে আনোয়ারায় ২ হাজার ৪৯২ একর জায়গার ওপর স্থাপিত হয়েছিল কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)। বর্তমানে এর ৪৮ শতাংশ জমির ওপর রাস্তা ও শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। অবশিষ্ট জমির ওপর এখনো পাহাড়, টিলা, গাছ, জলাশয় ও খোলা জায়গা রয়েছে।

২০১০ সালে বন্য হাতির পাল পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে এখানে ঢুকে যায়। পরে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে অধিকাংশ হাতি কেইপিজেড ত্যাগ করলেও দুটি হাতি এখানে স্থায়ীভাবে থেকে যায়। হাতিগুলো প্রায় দিন লোকালয়ে এসে মানুষের হতাহত ও ঘরবাড়ি ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে কেইপিজেড এলাকা থেকে হাতিগুলো সরানোর ব্যবস্থা না করলে নোটিশ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত