Ajker Patrika

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫২
মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে সোয়া ২টা থেকে পর্যন্ত পুলিশের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও আলাওল হল। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, রড, ইট-পাটকেল ও কাচের বোতল। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের কক্ষ দখল, টেন্ডারের টাকা ভাগবাটোয়ারা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে কোন্দল চলছিল। গত সোমবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে এলে দেলওয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৫ জন কর্মী আহত হন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যেই কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। 

গতকাল শুক্রবার বিকেলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের একপর্যায়ে আল আমিনের অনুসারীরা এফ রহমান ও আলাওল হল থেকে এসে সোহরাওয়ার্দী হলে অতর্কিতভাবে হামলা করে। পরে সোহরাওয়ার্দী হল থেকে দেলোয়ারের অনুসারীরা বের হলে সংঘর্ষ শুরু হয়। 

এ সময় পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। এক পক্ষ ওপর পক্ষের দিকে অনবরত ইটপাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী হলের আটটি কক্ষ। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পরই হলে তল্লাশি অভিযান চালায় প্রশাসন। 

বিশ্বিবদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হলে বহিরাগত ও বহিষ্কৃতরা অবস্থান করছে এমন খবরে আমরা দুইটি হলে তল্লাশি চালিয়েছি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা তল্লাশি অভিযানে আমরা বেশকিছু রামদা, রড, ইট-পাটকেল ও কাঁচের বোতল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত