রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার (২৮ মে) মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তাঁরা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গুইমারা উপজেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হতো। স্থানগুলো হলো জালিয়াপাড়া মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে, কাজী টাওয়ারের নিচে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে।
তাঁদের অভিযোগ, দিনে ও রাতে কাঠ, ইট, বালু ও মালবাহী ট্রাক থেকে বিভিন্ন সমিতির নামে টাকা আদায় করা হয়। চাঁদার অঙ্ক ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কোনো চালক টাকা না দিলে তাঁর গাড়ি আটকে দেওয়া হতো।
স্থানীয় এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। এই নিয়ে আমরা অনেক ভুগেছি।’
প্যাট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
আটক দুই ব্যক্তিকে পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার (২৮ মে) মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তাঁরা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গুইমারা উপজেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হতো। স্থানগুলো হলো জালিয়াপাড়া মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে, কাজী টাওয়ারের নিচে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে।
তাঁদের অভিযোগ, দিনে ও রাতে কাঠ, ইট, বালু ও মালবাহী ট্রাক থেকে বিভিন্ন সমিতির নামে টাকা আদায় করা হয়। চাঁদার অঙ্ক ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কোনো চালক টাকা না দিলে তাঁর গাড়ি আটকে দেওয়া হতো।
স্থানীয় এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। এই নিয়ে আমরা অনেক ভুগেছি।’
প্যাট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
আটক দুই ব্যক্তিকে পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে