Ajker Patrika

৫ দিন ধরে নিখোঁজ ফটিকছড়ির এক প্রবাসী

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 
আপডেট : ০২ জুলাই ২০২১, ২১: ৫৮
৫ দিন ধরে নিখোঁজ ফটিকছড়ির এক প্রবাসী

গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. নুর মিয়া (৪৫) নামের ফটিকছড়ির এক প্রবাসী। তিনি উপজেলার নানুপুর ইউনিয়নের শাহ মো. বাড়ির আহমদ কবিরের ছেলে। গত ২৮ মে তিনি আমিরাত থেকে দেশে ছুটিতে আসেন।

মো. নুর মিয়ার স্ত্রী খালেদা বেগম জানান, পাসপোর্ট নবায়ন করাতে গত ২৮ জুন তিনি চট্টগ্রাম নগরীতে যান। দুপুর ১২টার দিকে সর্বশেষ মোবাইলে কথা হয়। তখন মো. নুর মিয়া জানিয়েছিলেন, তিনি পাসপোর্ট জমা দেওয়ার লাইনে আছেন। এরপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

নুর মিয়ার স্ত্রী খালেদা বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি। কোনো হদিস পাইনি। বাড়িতে কারও সঙ্গে কোনো মনোমালিন্যও ছিল না। কোথায় আছে, কেমন আছে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রবাসী নিখোঁজের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, নুর মিয়ার দশম শ্রেণি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই পুত্রসন্তান রয়েছে। তিনি আরব আমিরাতে একটি কফি শপে কাজ করতেন। প্রতি দুই বছর পর পর দুই মাসের ছুটি কাটাতে দেশে আসতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত