Ajker Patrika

যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি, জাল টাকা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
শাহীনের বাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র। ছবি: আজকের পত্রিকা
শাহীনের বাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামু উপজেলার শীর্ষ ডাকাত শাহীনুর রহমান শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার ভোররাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক আসামি শাহীন নিজের বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এরপর র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ও তার সহযোগীরা কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযানে শাহীনের বাড়ি তল্লাশি করে দুটি ১২ বোর কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য, বিপুল পরিমাণ জাল টাকা, একটি ওয়াকিটকি সেট, সিসি ক্যামেরা এবং একটি কালো বাইনোকুলার উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, পলাতক শাহীনুর রহমান শাহীন কক্সবাজার অঞ্চলের একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাতদলের নেতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক পাচারসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

ভারতে অর্থ পাচার মামলায় খুলনায় ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত