Ajker Patrika

বাসের ধাক্কায় উল্টে গেল সিলিন্ডারবাহী ট্রাক, উবে গেল অক্সিজেন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১: ৩০
বাসের ধাক্কায় উল্টে গেল সিলিন্ডারবাহী ট্রাক, উবে গেল অক্সিজেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে বাসের ধাক্কায় অক্সিজেনবাহী একটি ট্রাক সড়কে উল্টে পড়ে যায়। এতে সিলিন্ডারে থাকা অক্সিজেন উবে যায়। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন অক্সিজেনবাহী গাড়ির হেলপার মো. হেলপার নাদিম। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অক্সিজেনবাহী গাড়িচালক আলমগীর হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসার সময় পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় অক্সিজেনবাহী গাড়িটি ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন সড়কে নির্গত হয়। 

সিলিন্ডারবাহী গাড়ি। ছবি: আজকের পত্রিকাপরে পুলিশ এসে রেকার দিয়ে গাড়িটি সোজা করে। অক্সিজেনবাহী গাড়ির মালিক বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিনের। নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে গাড়িটি যাচ্ছিল। 

এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান বলেন, গাড়ির হেলপার আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত