Ajker Patrika

চট্টগ্রামে বইমেলার প্রস্তুতি পরিদর্শন ভারপ্রাপ্ত মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বইমেলার প্রস্তুতি পরিদর্শন ভারপ্রাপ্ত মেয়রের

চট্টগ্রামে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা। ওই দিন বিকেল ৩টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বইমেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন। আজ বুধবার বইমেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে ভারপ্রাপ্ত মেয়র প্রকাশনা সংস্থাগুলোর স্টল তৈরির কাজ, মেলায় প্রতিদিনের অনুষ্ঠিতব্য আলোচনা সভার মঞ্চের স্থানসহ মাঠের পুরো এলাকা ঘুরে দেখেন। 

এ সময় আবদুস সবুর লিটন বলেন, ‘বইমেলা যেহেতু অমর একুশকে ঘিরে তাই মেলার মঞ্চ, বরাদ্দপ্রাপ্ত স্টলসজ্জা যাতে ভাষা দিবসের ইতিহাস ঐতিহ্য লড়াই সংগ্রাম সম্পর্কীয় হয় সে বিষয়ে মেলা কমিটির সদস্যদের সচেতন দৃষ্টি রাখতে হবে। মেলায় আগত বইপ্রেমী পাঠকদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণ ধুলাবালি মুক্ত রাখতে পানি ছিটানো, সার্বক্ষণিক জেনারেটর ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা উচিত।’ 

পরিদর্শনকালে চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহর লাল হাজারী, লায়ন মোহাম্মদ ইলিয়াছ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, করপোরেশনের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত