হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
বরযাত্রীকে বরণ করার জন্য তৈরি করা হয় তোরণ। বাড়ির উঠানে প্যান্ডেল করে এক পাশে তৈরি করা হয় বরের বসার স্থান। বাবুর্চিরা ব্যস্ত রান্নার কাজে। দুপুরে বরসহ অতিথিরা আসবেন। কিন্তু এর আগেই পুলিশ গিয়ে সব পণ্ড করে দেয়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিয়ের সব আয়োজন। আজ রোববার সকালে নোয়াখালীর হাতিয়ায় এ ঘটনা ঘটেছে।
কনে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বর মো. শরীফ চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ তিন শতাধিক অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। ডেকোরেশন ভাড়া করে বিশাল প্যান্ডেল তৈরি করা হয় বাড়ির উঠানে। বাড়ির দরজায় তৈরি করা হয় বর্ণিল তোরণ। কিন্তু বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে বরের স্টেজসহ প্যান্ডেলের সব নামিয়ে ফেলতে বলে। পুলিশ দেখে প্রথমে কনের বাড়ির সবাই পালিয়ে গেলেও পরে এসে বিয়ের সব আয়োজন বন্ধ করার মুচলেকা দেয়।
স্থানীয় নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর উল্লা শিবলী বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কনের বাড়ি যান তিনি। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতে কনের জন্মনিবন্ধন দেখে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের বাবা লিখিতভাবে মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, সকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানায়। তা বন্ধে প্রথমে পুলিশ পাঠানো হয়। পরে ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিয়ের সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়।
বরযাত্রীকে বরণ করার জন্য তৈরি করা হয় তোরণ। বাড়ির উঠানে প্যান্ডেল করে এক পাশে তৈরি করা হয় বরের বসার স্থান। বাবুর্চিরা ব্যস্ত রান্নার কাজে। দুপুরে বরসহ অতিথিরা আসবেন। কিন্তু এর আগেই পুলিশ গিয়ে সব পণ্ড করে দেয়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিয়ের সব আয়োজন। আজ রোববার সকালে নোয়াখালীর হাতিয়ায় এ ঘটনা ঘটেছে।
কনে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বর মো. শরীফ চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ তিন শতাধিক অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। ডেকোরেশন ভাড়া করে বিশাল প্যান্ডেল তৈরি করা হয় বাড়ির উঠানে। বাড়ির দরজায় তৈরি করা হয় বর্ণিল তোরণ। কিন্তু বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে বরের স্টেজসহ প্যান্ডেলের সব নামিয়ে ফেলতে বলে। পুলিশ দেখে প্রথমে কনের বাড়ির সবাই পালিয়ে গেলেও পরে এসে বিয়ের সব আয়োজন বন্ধ করার মুচলেকা দেয়।
স্থানীয় নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর উল্লা শিবলী বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কনের বাড়ি যান তিনি। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতে কনের জন্মনিবন্ধন দেখে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের বাবা লিখিতভাবে মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, সকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানায়। তা বন্ধে প্রথমে পুলিশ পাঠানো হয়। পরে ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিয়ের সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৩ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৫ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে