Ajker Patrika

দিনে-দুপুরে কুবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই 

কুবি প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭: ১৭
দিনে-দুপুরে কুবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই 

দিনে-দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ীর সালমানপুর এলাকায় হাজী ভিলাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী তামান্না বিনতে জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন ইসমাইল খান মঞ্জিলে মেস ভাড়া করে থাকেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হতেই একটি সুজুকি বাইকে করে দুজন ছিনতাইকারী এসে টান দিয়ে তামান্নার হাত থেকে ‘রিয়েলমি ৫’ মডেলের একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। 

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়ামাত্রই একটি বাইক দিয়ে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটি নিয়ে যায়। এভাবে মোবাইল নিয়ে নেবে সেটি অকল্পনীয়।’ 

ইসমাইল খান মঞ্জিলের মালিকের ছেলে নাইম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা গেছে। মোবাইল উদ্ধার করতে আইনি জটিলতায় আমরা ভুক্তভোগী শিক্ষার্থীকে সর্বোচ্চ সহায়তা করব। আশা করি, পুলিশের সহায়তায় দ্রুতই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।’ 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, দ্রুতই ঘটনাস্থলে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠানো হবে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করবে। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাববুব হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি এখন অবগত হলাম। যেখানে ঘটনাটা ঘটেছে, তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনে-দুপুরে এমন ঘটনা দুঃখজনক ৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত