Ajker Patrika

হোমনায় রাস্তায় পৌরসভার ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
কাচারীকান্দি এলাকায় রাস্তায় ময়লা আবজর্নার স্তুপ। ছবি: আজকের পত্রিকা
কাচারীকান্দি এলাকায় রাস্তায় ময়লা আবজর্নার স্তুপ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনা উপজেলার হোমনা–চান্দেরচর সড়কের কাচারীকান্দি এলাকায় পৌরসভার ময়লার ভাগারের পাশে রাস্তার উপরে ময়লা-আবর্জনা স্তূপ জমে থাকে। দুর্গন্ধে পথচারীসহ এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে পৌরসভার লোকজন গাড়িতে করে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার উপরেই ফেলে চলে যায়। তারা প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি।

জানা গেছে, কাচারীকান্দি এলাকায় পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন আছে। সেখানে ময়লা না ফেলে রাস্তার উপর ময়লা ফেলা হয়। ময়লার দুর্গন্ধে সেখানে লোকজন অতিষ্ঠ। সামান্য বৃষ্টি হলে পরিবেশ আরো নোংরা হয়ে ওঠে। এ ছাড়া ময়লা আর দুর্গন্ধে এলাকায় বেড়েছে মশা-মাছির উপদ্রব। এতে রাস্তায় চলাচলকারী তিন ইউনিয়নের লোকজন প্রচণ্ড বিরক্ত।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার ভাগারের পাশের জমির মালিক বাগমারা গ্রামের আবদুল করিমের জমিতে ময়লা ফেলা হচ্ছে। জমির মালিক মো. আবদুল করিম বলেন, পৌরসভার জায়গায় দেয়াল নির্মাণ করার কারণে বেশ কিছুদিন ধরে পৌরসভার গাড়িতে করে রাতের আঁধারে রাস্তাসহ আমার জায়গায় মধ্যে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এসব ময়লা আবর্জনা শেয়াল–কুকুর ঘেটে রাস্তার মধ্যে নিয়ে আসছে। পচা দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকা। দূর্গন্ধে জায়গার কাছেও যাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ময়লা ফেলতে বাধা দিলে গাড়ির ড্রাইভার বলে, স্যারে ফেলতে বলেছে। আপনি স্যারের সাথে কথা বলেন। আমি এসিল্যান্ড স্যারকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোন প্রতিকার মেলেনি।

হোমনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাচারীকান্দি গ্রামের মো. আবদুল হক বলেন, এভাবে কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে তা আমার জানা নেই। বিষয়টি আইনশৃংঙ্খা কমিটির সভায় আলোচনা হয়েছে। কিন্ত পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচিত মেয়র থাকলে জোর করে বলা যেত। পৌর কর্তৃপক্ষের উচিৎ দ্রুত এর সমস্যার সমাধান করা।

কালমিনা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বলেন, আমায় প্রতিদিন এ রাস্তায় যাতায়ায়ত করতে হয়। স্কুলে আসা-যাওয়ার সময় খুবই দুর্গন্ধ নাকে লাগে। নাক চেপে চলতে হয়। এ রাস্তা দিয়ে ৩ ইউনিয়নের হাজার হাজার লোক যাতায়াত করে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, যাতে নির্দিষ্টস্থানে ময়লা-আবর্জনা ফেলে।

এ বিষয়ে হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, হোমনা-চান্দেরচর রাস্তায় কাচারীকান্দি এলাকায় পৌরসভার ময়লার ভাগার রয়েছে। রাস্তার পাশে দেয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে। তাই নিদির্ষ্ট স্থানে ময়লা ফেলতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে রাস্তার উপরে ময়লা-আবর্জনা ফেলা উচিৎ নয়। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত