Ajker Patrika

চকরিয়ায় লেগুনার ধাক্কায় নারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় লেগুনার ধাক্কায় নারী নিহত

কক্সবাজারের চকরিয়ায় লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর দুই সন্তান আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চালিয়াতলী এলাকার বদরখালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা (৪০) বান্দরবান সদর উপজেলার নাছির উদ্দিনের স্ত্রী। আহত দুই শিশুর নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বান্দরবান সদর উপজেলা থেকে অটোরিকশায় করে দুই সন্তান নিয়ে মহেশখালী উপজেলার কালারমারছড়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন রাজিয়া সুলতানা। অটোরিকশাটি চালিয়াতলীর বদরখালী ব্রিজ এলাকায় গেলে একটি যাত্রীবাহী লেগুনা ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন আহত নারী ও দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসক। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাজিয়া সুলতানাকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর দুই শিশুসন্তান আহত হয়েছে। লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত