Ajker Patrika

গৌরীপুরে বাস-মোটরসাইকেল-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২০: ০৪
গৌরীপুরে বাস-মোটরসাইকেল-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন নামক যাত্রীবাহী বাসের সামনে হঠাৎ করে মোটরসাইকেলটি চলে আসে। পরে বাসচালক মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে রক্ষা করতে গিয়ে সামনে অপেক্ষমাণ ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ অন্তত ৩০ জন আহত হন। 

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে মোটরসাইকেলে দুই আরোহীসহ মোট সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকি আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত