Ajker Patrika

রক্তের জন্য ভরসার নাম ‘রক্তিম মিনা’

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) 
রক্তের জন্য ভরসার নাম ‘রক্তিম মিনা’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রক্তের জন্য সবার ভরসার নাম মানবসেবামূলক সংগঠন ‘রক্তিম মিনা’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি উপজেলায় প্রতি মাসে গড়ে ২৩ জন ব্যক্তিকে রক্ত দিয়ে আসছে।

এলাকা সূত্রে জানা যায়, ছয় বছর আগে নাসিরনগরে সরকারি বা বেসরকারি কোথাও ব্লাডব্যাংকের শাখা ছিল না। এ জন্য ২০১৫ সালের ২৬ জুলাই সংগঠনটির পথচলা শুরু করা হয়। ফলশ্রুতিতে সংগঠনটি শুরু থেকেই সবার কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠে। সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল মল্লিক নাসিরনগর উপজেলার একজন তরুণ উদ্যোক্তা।

রক্তিম মিনার প্রতিষ্ঠাতা রুবেল মল্লিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক আজকের পত্রিকাকে জানান, ২০১৪ সালের জুন মাসে হঠাৎ করে মায়ের ব্লাড ক্যানসার ধরা পড়ায় নানান প্রতিকূলতা মোকাবিলা করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা করানো হয়। পুরা চিকিৎসা প্রক্রিয়ায় মোট ২৪ ব্যাগ রক্ত লেগেছিল যা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে। এই ব্যাপারটা খুব আবেগ আপ্লুত করেছে। তাই আমি চিন্তা করেছি যে, আমাকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাকে রক্ত নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সেই থেকে রক্ত নিয়ে কাজ করা।

নাসিরনগর সদরের রাজীব দাশ অষ্টমবারের মতো বিভিন্ন ব্যক্তিকে রক্তদান করেছেন। তিনি বলেন, ‘রক্তিম মিনা’ যখনই আমাকে ডেকেছে তখনই স্বেচ্ছায় রক্ত দিতে গিয়েছি। শুধু তাই নয়, এই ‘রক্তিম মিনা’র জন্যই উপজেলার তরুণ যুবকরা রক্তদানে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসছে।

নাসিরনগর উপজেলার অর্পনা দাশ (৩০) বলেন, আমার প্রেগনেন্সি সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ৭ ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল। এই সময় ‘রক্তিম মিনা’ আমার রক্তের ব্যবস্থা না করলে বেঁচে থাকা কঠিন হয়ে যেত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সংগঠনটি শুধু রক্তদান কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় রক্তদানে উৎসাহিত করার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিচ্ছে। এ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে বিনা মূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ লক্ষ্য করা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, সংগঠনটি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমিও তাদের বিভিন্ন ভূমিকার কথা জানতে পেরেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত