Ajker Patrika

চাঁদাবাজির আধিপত্যে অস্ত্রের মহড়া, অস্ত্রসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০: ১২
চাঁদাবাজির আধিপত্যে অস্ত্রের মহড়া, অস্ত্রসহ আটক ১

কুমিল্লা সদর এলাকায় চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের অস্ত্রের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাতেই পুলিশ গর্জনখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ সৈয়দুজ্জামান সজীব নামের একজন যুবককে আটক করেছে। 

আটক ওই যুবক নগরীর চকবাজার মৌলভী পুকুরপাড় এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা বলছে, চকবাজার বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় স্থানীয় রাশেদ ও রবিনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল রোববার দুপুরে উভয় গ্রুপের ক্যাডাররা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি তাঁর লোকজন নিয়ে রাশেদের পক্ষ হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়ায় নামে। উভয় গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। 

চকবাজারের একাধিক ব্যবসায়ী জানান, অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। এ সময় গলির ভেতর থেকে গুলির আওয়াজ শোনা যায়।

রাতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ বলেন, তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। ওই সময়ের ভিডিও ফুটেজ দেখে সৈয়দুজ্জামান সজীব নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় একজনকে রাতে আটক করা হয়েছে। দুপুরে চকবাজার এলাকায় সশস্ত্র মহড়ায় অন্যদের সঙ্গে সজীবও অস্ত্র হাতে ছিলেন, তাঁকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত