কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বোর্ডের ১২ হাজার ৩৮ জন এসএসসি শিক্ষার্থী ফল প্রকাশের পর তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ফেল করা ১৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ৩৭ জন পেয়েছে জিপিএ ৫ ও ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনরায় এ ফল প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই–বাছাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
কুমিল্লা বোর্ডের ১২ হাজার ৩৮ জন এসএসসি শিক্ষার্থী ফল প্রকাশের পর তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ফেল করা ১৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ৩৭ জন পেয়েছে জিপিএ ৫ ও ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনরায় এ ফল প্রকাশ করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২ হাজার ৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩ হাজার ১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, ‘আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই–বাছাই শেষে শনিবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে