কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ রোববার সকাল থেকে জোয়ারের পানি দুই থেকে তিন ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। এর মধ্যে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা ঝড়ের আগে উত্তাল সাগরের রূপ দেখতে সৈকতে ভিড় করছেন।
এদিকে সকাল থেকে পর্যটকদের সাগরে না নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। পর্যটকদের অনুরোধ করেও সরানো যাচ্ছে না।
ঢাকার মালিবাগ থেকে দুই দিন আগে বেড়াতে এসেছে ব্যবসায়ী আসাদুজ্জামানের পরিবার। আজ রোববার সকালে ফেরার কথা থাকলেও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন। দুপুর ১২টায় শহরের লাবণী পয়েন্টে সপরিবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কোনো সময় ঝড়ের তীব্রতা দেখার সুযোগ হয়নি। এই প্রথম সুযোগ হলো। বাচ্চারা বেশ উপভোগ করছে।’
তাঁর মতো অনেকেই ঝড়ের তীব্রতা ও বিক্ষুব্ধ সাগর দেখতে সাগরতীরে ভিড় করছে। সকাল থেকে কক্সবাজার শহর ও আশপাশের লোকজনও ভিড় করতে দেখা যায়। অনেককেই ঝড় নিয়ে টিকটক ও কনটেন্ট বানাতে দেখা গেছে। কাউকে কাউকে বালিয়াড়ির ভাঙন রোধে বসানো জিওব্যাগে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখতে দেখা যায়।
হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১৫ থেকে ২০ হাজার পর্যটক অবস্থান করছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে সাগরে নামতে না পারে, তার জন্য ট্যুরিস্ট পুলিশ সতর্ক রয়েছে।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাগরে গোসলে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে বিচ কর্মী, লাইফগার্ড কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ রোববার সকাল থেকে জোয়ারের পানি দুই থেকে তিন ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। এর মধ্যে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা ঝড়ের আগে উত্তাল সাগরের রূপ দেখতে সৈকতে ভিড় করছেন।
এদিকে সকাল থেকে পর্যটকদের সাগরে না নামতে নিরুৎসাহিত করে মাইকিং করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বলেন, সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। পর্যটকদের অনুরোধ করেও সরানো যাচ্ছে না।
ঢাকার মালিবাগ থেকে দুই দিন আগে বেড়াতে এসেছে ব্যবসায়ী আসাদুজ্জামানের পরিবার। আজ রোববার সকালে ফেরার কথা থাকলেও কক্সবাজারে বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন। দুপুর ১২টায় শহরের লাবণী পয়েন্টে সপরিবারে ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কোনো সময় ঝড়ের তীব্রতা দেখার সুযোগ হয়নি। এই প্রথম সুযোগ হলো। বাচ্চারা বেশ উপভোগ করছে।’
তাঁর মতো অনেকেই ঝড়ের তীব্রতা ও বিক্ষুব্ধ সাগর দেখতে সাগরতীরে ভিড় করছে। সকাল থেকে কক্সবাজার শহর ও আশপাশের লোকজনও ভিড় করতে দেখা যায়। অনেককেই ঝড় নিয়ে টিকটক ও কনটেন্ট বানাতে দেখা গেছে। কাউকে কাউকে বালিয়াড়ির ভাঙন রোধে বসানো জিওব্যাগে দাঁড়িয়ে উত্তাল সাগর দেখতে দেখা যায়।
হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১৫ থেকে ২০ হাজার পর্যটক অবস্থান করছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে সাগরে নামতে না পারে, তার জন্য ট্যুরিস্ট পুলিশ সতর্ক রয়েছে।’
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাগরে গোসলে নামতে নিরুৎসাহিত করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে বিচ কর্মী, লাইফগার্ড কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৩ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৬ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে