Ajker Patrika

চাঁদপুরে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৬ 

প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৬ 

চাঁদপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৬ জনের। গত ২৪ ঘণ্টায় সংগৃহীত ১৭৮টি নমুনার মধ্যে ১৬টি শনাক্ত হয়েছে বলে আজ বুধবার জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৮ দশমিক ৯৮ শতাংশ। 

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় চারজন, হাজীগঞ্জে পাঁচ, মতলব উত্তরে এক, শাহরাস্তিতে তিন, হাইমচরে দুই ও ফরিদগঞ্জে একজনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে করোনামুক্ত হয়েছেন ৫২ জন। 

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৯ জনে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১১৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩২ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত