Ajker Patrika

কুবির ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানানো হয়।  

১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বেলা ৩টায় ‘এ’ ইউনিট এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এককোনায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।  

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।  

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, ১৯ এপ্রিল সকাল ১০টায় সি ইউনিট ও বেলা ৩টায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত