Ajker Patrika

কুতুবদিয়ায় পৃথকস্থানে এক স্কুলছাত্রী ও ব্যক্তির আত্মহত্যা

প্রতিনিধি, কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়ায় পৃথকস্থানে এক স্কুলছাত্রী ও ব্যক্তির আত্মহত্যা

কক্সবাজারে কুতুবদিয়ায় পৃথক দুটি স্থানে এক স্কুলছাত্রী ও ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার বড়ঘোপ মাতবর পাড়া ও আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর এলাকায় ঘটনা দুটি ঘটে।

জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেয় মিরাজু (১৬) নামের এক স্কুলছাত্রী। বেলা ১২টায় ওই স্কুলছাত্রীকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্রী বড়ঘোপ মাতবর পাড়ার মো. আজাদের মেয়ে। সে মাস্টার তালেব উল্লাহ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। ছাত্রীর মা জানান, তাঁর সঙ্গে কোনো ঝগড়া হয়নি। তাকে ভাত রান্না করতে বলায়, রাগ করে কাউকে কিছু না বলে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অন্য দিকে সন্তানের সঙ্গে অভিমান করে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর এলাকার নুর আলম (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর দেড়টায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর আলম মৃত আবদুল সালামের পুত্র, পেশায় তিনি একজন সবজি চাষি।

স্থানীয় শাহেনুর আলম জানান, সন্তানের সঙ্গে খেতের বিষয় নিয়ে সামান্য কথা-কাটাকাটি পর স্ত্রী ও সন্তানরা সবজি চাষের খেতে চলে যান। নুর আলম তাবেলারচর বাজার থেকে চা-নাশতা খাওয়ার পর বাড়ির উঠানে গিয়ে বিষ পান করে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত নুর আলম এর আগেও একবার বিষপান করেছিলে বলে জানান তার স্ত্রী।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, তিনি হাসপাতালে মরদেহ দেখে এসেছেন। বিস্তারিত জানার জন্য অফিসার তদন্ত করছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত