Ajker Patrika

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ ঘণ্টা পর আরিফুল ইসলাম নিশু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের মৌলভীরকুম বাজারে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় আহত হয়।

আরিফুল ইসলাম নিশু ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী দিত। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল নিশু। এ সময় মগবাজার-মৌলভীরকুম সড়ক দিয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুত গতির একটি চাঁদের গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে চকরিয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’ 

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী চমেকে মারা গেছে শুনেছি। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত