মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।
এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।
তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি-পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।
মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।
এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।
তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি-পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে