Ajker Patrika

মানিকছড়িতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১: ২৩
মানিকছড়িতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে (ভূঁইয়া মার্কেট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার অর্ধশত শিক্ষক-কর্মচারী।

এ সময় ‘এক দফা, এক দাবি’ ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই’ সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এতে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন।

তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরোনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারি-পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। অথচ বেসরকারি স্কুল-মাদ্রাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণ না হলে শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত