Ajker Patrika

প্রতিবন্ধী পরিবারকে টিউবওয়েল উপহার দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৫
প্রতিবন্ধী পরিবারকে টিউবওয়েল উপহার দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রতিবন্ধী পরিবারকে বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল উপহার দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। আজ বুধবার সকালে প্রতিবন্ধী রফিকের বাড়িতে কারিগরসহ টিউবওয়েলের যাবতীয় সরঞ্জাম দেওয়া ও টিউবওয়েল বসানোর ব্যবস্থা করা হয়।

সম্প্রতি ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার’ এই শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন ‘গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের’ চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী। ফেসবুক পোস্টের ১০ মিনিট পরই নাম প্রকাশ না করার শর্তে টিউবওয়েল কেনা, বসানো ও যাতায়াতের খরচ হিসাব করে টাকা পাঠান এম মনসুর আলীর বিকাশ নম্বরে। এরপর সেগুলো তিনি আজ ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন।

প্রতিবন্ধী রফিকের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। রফিকের স্ত্রী, এক ছেলে, মা, দুই বোন নিয়ে পরিবারে মোট ছয়জন সদস্য। তাঁরা সবাই প্রতিবন্ধী। টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত রফিকসহ তাঁর পরিবার।

গরিবের বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আলী জানান, রফিক ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পানির কষ্টে ছিল। আশপাশে বাড়ি থেকে পানি এনে পান করতেন। কেউ নিষেধ করলে রাগ করে পুকুর থেকে পানি এনে পান করতেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক টিউবওয়েলের আর্থিক সহায়তাকারী ওই ব্যক্তি বলেন, ‘পুকুরের পানি পান করে প্রতিবন্ধী রফিকের পরিবার, ফেসবুক পোস্টের শিরোনামটি চোখে পড়তেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মানুষ এত কষ্ট করে! সিদ্ধান্ত নিলাম টিউবওয়েলটি আমিই দেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত