ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে উপনির্বাচনের সময় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বিএনপি আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক দলীয় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান আল মামুন সরকার।
বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘আশুগঞ্জ-সরাইলে যে উপনির্বাচন হচ্ছে, এতে দলীয়ভাবে আমাদের কোনো প্রার্থী নাই। এরপরও আসনটি যেহেতু বিএনপির ছিল, সেই প্রেক্ষাপটে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জে এসে একটি মিটিংয়ে তিনি নির্বাচন প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারা বিঘ্ন সৃষ্টি করে, তাদের দেশের স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনে প্রতিহত করা আবশ্যক। সেই প্রেক্ষাপটে আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার (সরাইল-আশুগঞ্জ) আসনে যে উপনির্বাচন হবে, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার প্রয়োজনে এবং প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোনো ব্যক্তি বা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে আমরা আমাদের দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছি তাদের প্রতিহত করতে।’
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা এসে তাঁর দলের নেতা-কর্মীদের উসকে দিতে চেয়েছেন। তাঁকে এই আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পাশাপাশি উপনির্বাচনের সময় তিনি যদি সরাইল বা আশুগঞ্জের কোথাও আসেন, তাহলে তাঁকে প্রতিহত করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ছফিউল্লাহ মিয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হন। দলীয় সিদ্ধান্তে অন্য ছয় সংসদ সদস্যের পাশাপাশি গত ১১ ডিসেম্বর আব্দুস সাত্তার ভূঁইয়াও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে কোনো দলীয় প্রার্থী দেওয়া হয়নি। দল থেকে যে কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, শেষ মুহূর্তে তাঁরাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে উপনির্বাচনের সময় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বিএনপি আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক দলীয় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান আল মামুন সরকার।
বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘আশুগঞ্জ-সরাইলে যে উপনির্বাচন হচ্ছে, এতে দলীয়ভাবে আমাদের কোনো প্রার্থী নাই। এরপরও আসনটি যেহেতু বিএনপির ছিল, সেই প্রেক্ষাপটে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জে এসে একটি মিটিংয়ে তিনি নির্বাচন প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারা বিঘ্ন সৃষ্টি করে, তাদের দেশের স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনে প্রতিহত করা আবশ্যক। সেই প্রেক্ষাপটে আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার (সরাইল-আশুগঞ্জ) আসনে যে উপনির্বাচন হবে, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার প্রয়োজনে এবং প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোনো ব্যক্তি বা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে আমরা আমাদের দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছি তাদের প্রতিহত করতে।’
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা এসে তাঁর দলের নেতা-কর্মীদের উসকে দিতে চেয়েছেন। তাঁকে এই আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পাশাপাশি উপনির্বাচনের সময় তিনি যদি সরাইল বা আশুগঞ্জের কোথাও আসেন, তাহলে তাঁকে প্রতিহত করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ছফিউল্লাহ মিয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হন। দলীয় সিদ্ধান্তে অন্য ছয় সংসদ সদস্যের পাশাপাশি গত ১১ ডিসেম্বর আব্দুস সাত্তার ভূঁইয়াও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে কোনো দলীয় প্রার্থী দেওয়া হয়নি। দল থেকে যে কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, শেষ মুহূর্তে তাঁরাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে