Ajker Patrika

স্ত্রীর মর্যাদা ও পাওনা টাকার দাবিতে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫: ৫৬
স্ত্রীর মর্যাদা ও পাওনা টাকার দাবিতে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

কুমিল্লার তিতাসে স্ত্রীর মর্যাদা এবং পাওনা টাকার দাবিতে মারজানা আক্তার লিপি (৩৫) নামে এক নারী কাতারপ্রবাসী আ. লতিফ ভূঁইয়ার (৪৫) বাড়িতে অবস্থান নিয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী ১৫ লাখ ৩৭ হাজার পাওনা টাকার দাবি করেন।

ভুক্তভোগী নারী মারজানা আক্তার লিপি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুরের কাঠালিয়া রাজাবাড়ী গ্রামের মজনু মিয়ার মেয়ে।

কাতারপ্রবাসী আ. লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘২০২০ সালের ১৩ নভেম্বর প্রবাসী লতিফের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর লতিফ আমাদের গ্রামের বাড়িতে আসা-যাওয়ার সুবাদে আমার স্বজনদের কাতারে পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা নেন। সেই টাকা নিয়ে লতিফ নিজেই কাতারে চলে যান এবং আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।  আজ আমি আমার পাওনা টাকা নিতে এবং স্ত্রীর মর্যাদা আদায় করতে এখানে এসেছি।’

বিয়ের সাক্ষী মো. ইব্রাহীম বলেন, ‘লতিফ গাজীপুর কাজি অফিসে গিয়ে লিপিকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের পর লতিফের সঙ্গে আমি লিপিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তবে টাকার বিষয়ে আমি কিছুই জানি না।’

এ বিষয়ে লতিফ ভূঁইয়া মোবাইলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমি ওই নারীকে চিনি না। তিনি আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহলের ইশারায় এখানে এসেছেন। শুধু তাই নয়, নিকাহনামায় আমার যেই স্বাক্ষর রয়েছে, সেটিও আমার স্বাক্ষর না। খুব দ্রুত আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার চাইব।’

ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, ‘ভুক্তভোগী ওই নারী আমাকে কিছুই জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। এ বিষয়ে ওই নারী যদি আমাকে লিখিতভাবে জানায়, তাহলে তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত