Ajker Patrika

‘নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল সেতু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৬: ৩৭
‘নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল সেতু’

চট্টগ্রাম–৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরির করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’ 

আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা কোনো দিন শোধ করার মতো নয়। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় একটি। চট্টগ্রামের মানুষ জাহাজের সঙ্গে সম্পর্ক, চট্টগ্রামের মানুষ বন্দরের সঙ্গে সম্পর্ক। কালুরঘাটের নতুন সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব।

সংসদ সদস্য আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী কালুরঘাটের ডিজাইন অনুমোদন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে। ২০২৩ সালে প্রধানমন্ত্রীকেই এনে কালুরঘাটের নতুন সেতুর উদ্বোধন করব। চট্টগ্রামের সব নেতারা মিলে কালুরঘাট সেতুর নাম শেখ কামাল করার জন্য প্রস্তাব করেছি।’

উল্লেখ্য, ১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত ৭০০ গজ দীর্ঘ রেল সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি বন্ধ রেখে সংস্কারকাজ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে সেতুটির অবস্থা জরাজীর্ণ। ৯০ বছর বয়সী সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক হাজার যানবাহন ও কয়েক জোড়া ট্রেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত