চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখন আমি চলে যাব। এখন উনি চাচ্ছেন না, আমি কী করব? আমাকে থাকতেই হচ্ছে। উনি যখন চাচ্ছেন না, আপনারা আরও কিছুদিন আমাকে সহ্য করুন। উনি যখন বলবেন, তখন আমি সিট ছেড়ে দিয়ে চলে যাব।’
আজ শুক্রবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অতীশ দীপঙ্কর হলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে হল দুটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উপাচার্য বলেন, ‘ভিসি, প্রো-ভিসি একটি চলমান প্রবাহ। মাননীয় প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখন আমি চলে যাব। এখন উনি চাচ্ছেন না, আমি কী করব? আমাকে থাকতেই হচ্ছে। আমারও খুব বেশি আরামের দরকার ছিল। একটু চলে টলে গিয়ে একটু লেখালেখি করা, ঘোরাঘুরি করা। উনি যখন চাচ্ছেন না, আপনারা আরও কিছুদিন আমাকে সহ্য করুন। আপনারা তত দিন পর্যন্ত একটু ভালো রাখুন। আমার বিরুদ্ধে যা বলবেন বলেন, আমার কানে না এলেই হলো। আমাকে কাজগুলো করতে দেন। তবে যত দিন আছি, মাঠ ছেড়ে যাব না।’
শিরীণ আখতার আরও বলেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধার কন্যা, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। যে মানুষ সরাসরি যুদ্ধ করেছে, তাঁর স্ত্রী আমি। তাই আমি মাঠ ছাড়ার ভয় পাই না। আমার ওপরে আল্লাহ আছে, নিচে আছে শেখ হাসিনা। আমার আছে সাহিত্যপ্রেম। আল্লাহর প্রতি ভক্তি। আমি তাহাজ্জুদের নামাজ পড়লে সবকিছু ভুলে যাই।’
বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, শুভেচ্ছা বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু ক্রমান্বয়ে শিক্ষার্থী বৃদ্ধি পেলেও সেই তুলনায় আবাসন নিশ্চিত করা যায়নি। তবে সম্প্রতি এ দুটিসহ মোট চারটি হল উদ্বোধন করা হয়েছে। আশা করি, তাতে আবাসন সংকট অনেকটাই কমে যাবে। আমরা চেষ্টা করব, সুষ্ঠু আসন বিন্যাসের মাধ্যমে হলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। অতীশ দীপঙ্কর ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট যেহেতু সেখানে থাকব, আমরা চেষ্টা করব সহযোগিতাপূর্ণ মনোভাব রাখার। যার মাধ্যমে সংকটগুলো নিরসন হবে।’
এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হলটির আবাসন যাত্রা শুরু হলো উদ্বোধনের ৮ বছর পর। অন্যদিকে ২০১৬ সালের ২১ জানুয়ারি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণকাজ চলমান থাকায় হলগুলোতে এত দিন আবাসন কার্যক্রম শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখন আমি চলে যাব। এখন উনি চাচ্ছেন না, আমি কী করব? আমাকে থাকতেই হচ্ছে। উনি যখন চাচ্ছেন না, আপনারা আরও কিছুদিন আমাকে সহ্য করুন। উনি যখন বলবেন, তখন আমি সিট ছেড়ে দিয়ে চলে যাব।’
আজ শুক্রবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অতীশ দীপঙ্কর হলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে হল দুটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উপাচার্য বলেন, ‘ভিসি, প্রো-ভিসি একটি চলমান প্রবাহ। মাননীয় প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখন আমি চলে যাব। এখন উনি চাচ্ছেন না, আমি কী করব? আমাকে থাকতেই হচ্ছে। আমারও খুব বেশি আরামের দরকার ছিল। একটু চলে টলে গিয়ে একটু লেখালেখি করা, ঘোরাঘুরি করা। উনি যখন চাচ্ছেন না, আপনারা আরও কিছুদিন আমাকে সহ্য করুন। আপনারা তত দিন পর্যন্ত একটু ভালো রাখুন। আমার বিরুদ্ধে যা বলবেন বলেন, আমার কানে না এলেই হলো। আমাকে কাজগুলো করতে দেন। তবে যত দিন আছি, মাঠ ছেড়ে যাব না।’
শিরীণ আখতার আরও বলেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধার কন্যা, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। যে মানুষ সরাসরি যুদ্ধ করেছে, তাঁর স্ত্রী আমি। তাই আমি মাঠ ছাড়ার ভয় পাই না। আমার ওপরে আল্লাহ আছে, নিচে আছে শেখ হাসিনা। আমার আছে সাহিত্যপ্রেম। আল্লাহর প্রতি ভক্তি। আমি তাহাজ্জুদের নামাজ পড়লে সবকিছু ভুলে যাই।’
বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, শুভেচ্ছা বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু ক্রমান্বয়ে শিক্ষার্থী বৃদ্ধি পেলেও সেই তুলনায় আবাসন নিশ্চিত করা যায়নি। তবে সম্প্রতি এ দুটিসহ মোট চারটি হল উদ্বোধন করা হয়েছে। আশা করি, তাতে আবাসন সংকট অনেকটাই কমে যাবে। আমরা চেষ্টা করব, সুষ্ঠু আসন বিন্যাসের মাধ্যমে হলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। অতীশ দীপঙ্কর ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট যেহেতু সেখানে থাকব, আমরা চেষ্টা করব সহযোগিতাপূর্ণ মনোভাব রাখার। যার মাধ্যমে সংকটগুলো নিরসন হবে।’
এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হলটির আবাসন যাত্রা শুরু হলো উদ্বোধনের ৮ বছর পর। অন্যদিকে ২০১৬ সালের ২১ জানুয়ারি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণকাজ চলমান থাকায় হলগুলোতে এত দিন আবাসন কার্যক্রম শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
৩ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
৪ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
২৭ মিনিট আগে