Ajker Patrika

করোনায় থমকে আছে পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯: ০৬
করোনায় থমকে আছে পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ

১৯৯৭ সালের পার্বত্য চুক্তির অন্যতম বিষয় ছিল পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তি করা। এ আলোকে ২০০১ সালে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন তৈরি করে সরকার। এ আইনটি ২০১৬ সালে সংশোধন করা হয়। কিন্তু আইন সংশোধনের পর কমিশনের বিধিমালা প্রণয়ন করা হয়নি। এ অবস্থা থমকে আছে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ। আইনটি সংশোধনের পর কমিশন কাজ শুরু করে। বিরোধপূর্ণ জমির মালিকদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়। কিন্তু কমিশনের বিধিমালা প্রণয়ন না হওয়ায় কাজে হাত দিতে পারেনি কমিশন। এরপর করোনার কারণে স্থবির হয়ে যায় পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ। এমন অবস্থায় চুক্তির ২৪ বছর পেরোলেও পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তি হয়নি একটিরও। 

খাগড়াছড়ি ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে আইন সংশোধন হওয়ার পর কমিশনের কাজের গতি পায়। এরপর একাধিক সভা করে কমিশন। এতে কমিশনের সব প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। একপর্যায়ে কমিশন পাহাড়ে বিরোধপূর্ণ জমি মালিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে ২৩ হাজার আবেদন জমা পড়ে। এ আবেদনগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা আসায় এ কাজ থমকে যায়। 

বর্তমানে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ পুরোপুরি স্থবির অবস্থায় পড়ে আছে। বর্তমানে কার্যালয়ের তিনজন স্টাফ দৈনন্দিন কাজ করছেন। 

কমিশনের কার্যালয়ের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, করোনায় কমিশনের কোনো কাজই হয়নি। হয়নি কোনো সভা। অন্য প্রতিষ্ঠানগুলো জুম অ্যাপে সভা করলেও এ কমিশন কোনো কিছুই করতে পারেনি। গত এক বছরে একবার অফিস করেছেন কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক। সেটিও গত ৯ নভেম্বর। 
 
কমিশনের সচিব নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কমিশনের সর্বশেষ সভা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে। মার্চের সভা আহ্বান করা হলে করোনার কারণে সেটি স্থগিত হয়ে যায়। এভাবে পুরো ২০২০ সালটি কর্মহীনভাবে চলে গেছে। এর ভেতরে কমিশনে চেয়ারম্যানের মেয়াদও চলে যায়। তাঁকে আবার নতুন করে নিয়োগ দেয় সরকার। তিনি গত বছর ৩১ মে কমিশনে যোগদান করেন। কিন্তু করোনার কারণে কোনো কাজ করা হয়নি। 

সচিব আরও বলেন, ‘বিরোধপূর্ণ জমির ২৩ হাজার আবেদন আমাদের কাছে জমা পড়ে। কিন্তু এগুলোর শুনানি হয়নি। কমিশনের কার্যবিধিমালা প্রণয়ন হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। না হওয়ায় আমরা আটকে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত