আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা (আওয়ামী লীগ) আসি জনগণকে দিতে’ এমন দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নৌকার প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে না গিয়ে ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ শিশুকে পুড়িয়ে অঙ্গার করে। তাদের কোনো মায়া-দয়া নাই। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের বর্তমান–ভবিষ্যৎ নিরাপদ নয়।’
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা আসি জনগণকে দিতে। তারা একটা অছিলা খুঁজে নির্বাচন কীভাবে না করা যায়, এই চেষ্টা করে। তারা হরতাল–অবরোধ করে নিরস্ত্র, নিরীহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংস করতে চায়, তারা একাত্তরে মানুষ হত্যা করার পাকিস্তান আর্মির যে ট্রেনিং পেয়েছে, সেই ট্রেনিংয়ে ফিরে গিয়ে হত্যাযজ্ঞ চালাতে চায়। কিন্তু এই পথে আমরা আর হাঁটব না।’
দক্ষিণ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব প্রমুখ।
‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা (আওয়ামী লীগ) আসি জনগণকে দিতে’ এমন দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নৌকার প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে না গিয়ে ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ শিশুকে পুড়িয়ে অঙ্গার করে। তাদের কোনো মায়া-দয়া নাই। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের বর্তমান–ভবিষ্যৎ নিরাপদ নয়।’
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা আসি জনগণকে দিতে। তারা একটা অছিলা খুঁজে নির্বাচন কীভাবে না করা যায়, এই চেষ্টা করে। তারা হরতাল–অবরোধ করে নিরস্ত্র, নিরীহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংস করতে চায়, তারা একাত্তরে মানুষ হত্যা করার পাকিস্তান আর্মির যে ট্রেনিং পেয়েছে, সেই ট্রেনিংয়ে ফিরে গিয়ে হত্যাযজ্ঞ চালাতে চায়। কিন্তু এই পথে আমরা আর হাঁটব না।’
দক্ষিণ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব প্রমুখ।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে