নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তিনি কখনো সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট আর কখনো সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাতেন। করতেন চাঁদাবাজিও। এ রকম সংঘবদ্ধ চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম এস এম মিজান উল্লাহ সমরকন্দি। তিনি সাতকানিয়ার পুরানগর এলাকার মাওলানা ফরিদুল আলমের ছেলে। সাতকানিয়ায় তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ।
র্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার রূহ-ফি তাহমিন তৌকির আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। সম্প্রতি একজন ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খবর নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে মামলা ছাড়াও চাঁদাবাজির অভিযোগ আছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম সাংবাদিক পরিচয়ে যারা চাঁদাবাজি বা প্রতারণা করছে, তাদের বিষয়েও র্যাবের নজরদারি রয়েছে।
তিনি কখনো সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট আর কখনো সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাতেন। করতেন চাঁদাবাজিও। এ রকম সংঘবদ্ধ চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম এস এম মিজান উল্লাহ সমরকন্দি। তিনি সাতকানিয়ার পুরানগর এলাকার মাওলানা ফরিদুল আলমের ছেলে। সাতকানিয়ায় তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ।
র্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার রূহ-ফি তাহমিন তৌকির আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। সম্প্রতি একজন ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খবর নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে মামলা ছাড়াও চাঁদাবাজির অভিযোগ আছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম সাংবাদিক পরিচয়ে যারা চাঁদাবাজি বা প্রতারণা করছে, তাদের বিষয়েও র্যাবের নজরদারি রয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে