Ajker Patrika

ওমরা শেষে দেশে ফিরে হত্যা মামলায় গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা

ফেনী প্রতিনিধি
সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপু। ছবি: সংগৃহীত
সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপু। ছবি: সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী পৌর যুবলীগ সভাপতি নাসির উদ্দিন অপু ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

একইদিন সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকার চাঁন মিয়ার দোকান থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক জলিল মতিগঞ্জ ভূমি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও ইসলামী ব্যাংক জমাদার বাজার এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার। ২০২০ সাল পরবর্তী তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ব্যবসা ও দলিল লেখকের কাজ করছিলেন বলে দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুইটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া আব্দুল জলিলকে আন্দোলনে হতাহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত