Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১২ প্রার্থীর লিখিত অভিযোগ, ৬২ জনকে জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১২ প্রার্থীর লিখিত অভিযোগ, ৬২ জনকে জরিমানা

কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৬২ প্রার্থীকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও সুকান্ত সাহার ভ্রাম্যমাণ আদালত উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের এ জরিমানা করেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি উপজেলার ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। তারই ফলশ্রুতিতে গত ৩ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিল, ৬ জানুয়ারি যাচাইবাছাই ও ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। গত ১৪ জানুয়ারি দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। 

উপজেলার ২১টি ইউনিয়নে তিন ক্যাটাগরিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২১৬ ও সাধারণ (মেম্বার) সদস্য পদে ৭৯৫ জনসহ মোট ১ হাজার ১৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মুমিন বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, পোস্টার ছেঁড়া, তিনটার বেশি নির্বাচনী অফিস, প্রচুর লোক সমাগম করে সভা সমাবেশসহ নানা অভিযোগ এনে ১২ জন প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত