Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। 

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম সাজু (নৌকা), জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (কলার ছড়ি) প্রতীক  পেয়েছেন।

আওয়ামী লীগে প্রার্থী মো. শাহজাহান আলম সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৭৩ সালের পর এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হননি। দীর্ঘদিন পর আবারও এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। এ আসনটি আমরা তাকে উপহার দিতে পারব।’

সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের উপনির্বাচনে ৫ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত