Ajker Patrika

রায়হানের বাড়িতে বিষধর শঙ্খিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রায়হানের বাড়িতে বিষধর শঙ্খিনী

শহুরে জীবনে সাপের দেখা পেয়েছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর তা যদি হয় বিষধর সাপ তাহলে তো কথায় নেই! নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় গত বৃহস্পতিবার সত্যি সত্যি এমন ঘটনায় ঘটেছে।

রাত তখন ১২ টা। স্থানীয় বাসিন্দা মো. রায়হানের বাড়ির নিচতলার বাইরের দিকের স্যানিটারি পাইপে হঠাৎ কিছু একটা নড়াচড়ার শব্দ পান প্রতিবেশীরা। ছুটে এসে আলো ফেলতেই চমকে ওঠেন। পাইপের ভেতর আবিষ্কার করেন একটি কালো ও হলুদে মেশানো সাপ।  

বাড়ির মালিক রায়হান বলেন, আমরা সাপটি দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরে তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারে ফোন করি। তারা তাৎক্ষণিক ভিডিও কলে নির্দেশনা দিলে কয়েকজন মিলে অনেক কষ্টে বালতির সাহায্যে সাপটি বস্তাবন্দী করি। পরে তারা এসে সাপটি নিয়ে যান।

ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার আমরা সাপটি সংগ্রহ করেছি। এটি একটি শঙ্খিনী সাপ। লম্বায় ৫ ফুটের মতো। গায়ে হলুদ কালো ডোরা দাগ আছে। এই সাপ লাজুক প্রকৃতির। খুব একটা মানুষকে কামড়ায় না। তবে এর কামড় খেলে তিন ঘণ্টায় মানুষ মারা যেতে পারে। বাংলাদেশে এখনো এর অ্যান্টি ভেনম বা বিষ কাটানোর প্রতিষেধক নেই। তিনি জানান, সাপটি ভেনম সেন্টারের গবেষণার কাজে লাগানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত