Ajker Patrika

কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মো. হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকার আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রামপুর ইউনিয়নের জাহিদ হাসান (১৯), মেহেদী হাসান (২১), আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫) ও মুছাপুর ইউনিয়নের মো. ইসমাইল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েক জন অপর পক্ষ আহছান উল্যাহ সাজুদের বাড়িতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মোতাহার হোসেনের বাবা মো. হোসেন ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত মো. হোসেন দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে। ৫ আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত