নোয়াখালী প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বা বন্দুকের নলের ওপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের বিশ্বাস জনগণের সমর্থনের ওপর। এ জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে।’
আজ রোববার নোয়াখালীর সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আপনার একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, বাংলাদেশ কোথায় থেকে কোন জায়গায় এসেছে। ২০০১ সালে আমরা ক্ষমতা হারানোর সময় যে বাংলাদেশ রেখে এসেছিলাম, আবার ক্ষমতায় আসার পর সেই বাংলাদেশকে অনেক পেছনে পেয়েছি।’
তিনি বলেন, ‘তাদের শাসন আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। একটি স্বল্পোন্নত দেশকে তিনি আজ একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসছেন তখন দারিদ্র্যের হার ছিল ২৬%। আর আজকে দারিদ্র্যের হার মাত্র ৫%-এ নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করলে কোনো দরিদ্র থাকবে না, এ দেশের গরিব মানুষ আর গরিব থাকবে না। আমরা শিক্ষার হার বাড়িয়েছি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছি।’ এ সময় উপস্থিত জনগণকে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু।
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বা বন্দুকের নলের ওপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের বিশ্বাস জনগণের সমর্থনের ওপর। এ জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে।’
আজ রোববার নোয়াখালীর সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আপনার একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, বাংলাদেশ কোথায় থেকে কোন জায়গায় এসেছে। ২০০১ সালে আমরা ক্ষমতা হারানোর সময় যে বাংলাদেশ রেখে এসেছিলাম, আবার ক্ষমতায় আসার পর সেই বাংলাদেশকে অনেক পেছনে পেয়েছি।’
তিনি বলেন, ‘তাদের শাসন আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। একটি স্বল্পোন্নত দেশকে তিনি আজ একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসছেন তখন দারিদ্র্যের হার ছিল ২৬%। আর আজকে দারিদ্র্যের হার মাত্র ৫%-এ নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করলে কোনো দরিদ্র থাকবে না, এ দেশের গরিব মানুষ আর গরিব থাকবে না। আমরা শিক্ষার হার বাড়িয়েছি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছি।’ এ সময় উপস্থিত জনগণকে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
২৯ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৭ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে