Ajker Patrika

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার থেকে প্রেমিক নুর মোহাম্মদ নুরের বাড়িতে তিনি এই অবস্থান নেন। 

জানা গেছে, দীর্ঘদিন থেকে উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নুর মোহাম্মদ নুরুর সঙ্গে চাঁদপুর সদর উপজেলার ওই তরুণীর (১৯) প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই তরুণী বিয়ের প্রস্তাব দিলেও প্রেমিক নুর মোহাম্মদ নানা ধরনের কথা বলে টালবাহানা শুরু করে দেন। 

গতকাল রোববার বিয়ের দাবিতে প্রেমিক নুরুর বাড়িতে এসে হাজির হন ওই তরুণী। বিয়ের দাবিতে নুরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। এ বিষয়ে ওই তরুণী বলেন, ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নুর মহাম্মদের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এদিকে প্রেমিকাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান নুর মোহাম্মদ নুর। তাঁর মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। 

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের অভিভাবকের সঙ্গে কথা বলে বিয়ের সমঝোতা করা হয়। অচিরেই বিয়ের দিন-তারিখ ধার্য করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত