Ajker Patrika

অর্থ পাচার ঠেকাতে আমদানি-রপ্তানি পণ্যবাহী জাহাজ ও কন্টেইনার ট্র্যাকিং বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অর্থ পাচার ঠেকাতে আমদানি-রপ্তানি পণ্যবাহী জাহাজ ও কন্টেইনার ট্র্যাকিং বাধ্যতামূলক

বিদেশ থেকে আমদানি করা পণ্য দেশে আনতে পণ্যবাহী জাহাজ ও কনটেইনার ট্র্যাকিং বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর কোনো আমদানি পণ্যের মূল্য পরিশোধ করতে হলে বাধ্যতামূলকভাবে জাহাজ ও কনটেইনার ট্র্যাক করে সেই পণ্য দেশে এসেছে কি না, নিশ্চিত হতে হবে। 

গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ আমদানি মূল্য পরিশোধে ঝুঁকি কমাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে। এর আগে গত ২০ এপ্রিল রপ্তানি পণ্যবাহী জাহাজ ও কনটেইনারের ট্র্যাকিং বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। 

মূলত রপ্তানি পণ্যের নামে অর্থ পাচার ঠেকাতে এবং আমদানি পণ্যের আড়ালে জালিয়াতি ঠেকাতেই এই নির্দেশনা দিল বাংলাদেশ। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন মতে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিশেষ দল কিছু রপ্তানিকারকের রপ্তানি করা পণ্য ও চালানের মধ্যে গরমিল খুঁজে পেয়েছে। এমনকি তারা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকসমূহের কাছেও তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চক্র পণ্য জাহাজীকরণে জড়িত একটি মহলের সহায়তায় বিদেশে পণ্য পাঠিয়ে বাড়তি আয় করে। আর এই অপ্রদর্শিত বাড়তি আয় বিদেশে পাচার করা হয়। 

এভাবে অর্থ পাচার ঠেকাতে পণ্যবাহী যানসমূহ ট্র্যাকিং ও স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতে শৃঙ্খলা নিশ্চিত এবং এ খাতকে সুরক্ষা দিতে পণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের মালামালে ট্র্যাকিং করতে বলা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রপ্তানি করা পণ্যের চালানে তথ্য গোপন করে কিছু অসাধু ব্যবসায়ী অর্থ পাচার করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এমন প্রমাণ পেয়েছে। রপ্তানি খাতকে সুরক্ষা ও দেশের অর্থ পাচার বন্ধে রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজ ও কন্টেইনারের মালামালে ট্র্যাকিং এবং চালানের সঙ্গে মেলাতে এডি ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনিয়ম ধরা পড়লে পরবর্তীতে আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জেল-জরিমনা করা হবে। 

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীনে বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার ও জ্ঞাত হিসাবের অতিরিক্ত অর্থ পরিশোধও অপরাধ। সংশ্লিষ্টরা জানান, কোনো ব্যক্তি মানিলন্ডারিং অপরাধ করলে বা মানিলন্ডারিং অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করলে কনটেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে আমদানি পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হতে পারবে ব্যাংকগুলো। এতে আমদানি মূল্যও পরিশোধে ঝুঁকি থাকে না। ট্র্যাকিংয়ে কোনো সন্দেহ হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে ব্যাংক। এ কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, এখনো এ ধরনের কোনো সার্কুলার পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত