Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসব মালামালে মূল্য ছয় কোটি ৩২ লাখ টাকা। আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি টহল দল অভিযানে বের হয়। দলটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের আমতলী বাজার এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে।

এ ছাড়া একই দিন (বুধবার) বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, ক্রিম জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবার দুই কোটি ৪ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় শাড়ি, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস এবং গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত