Ajker Patrika

চট্টগ্রামে ১৪ হাজার লিটার পাম তেলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ১৪ হাজার লিটার পাম তেলসহ আটক ৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে দুইটি ট্রাক থেকে ড্রাম ও কন্টেইনার ভর্তি ১৪ হাজার ১২০ লিটার পাম তেল জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মিজানুর রহমান (৩০), মাকসুদুর রহমান (২৬), জানে আলম (৫২), তাহের (৩০) ও মঞ্জুর আলম (২৫)।

র‍্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'দুইটি ট্রাক থেকে ড্রামে ও কন্টেইনারে করে চোরাইকৃত এসব পাম তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো পরবর্তীতে বিভিন্ন বাজারে বিক্রি হতো। জব্দকৃত পাম তেলের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। এ কাজে ব্যবহৃত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।'

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত